রাজধানী, এইউজেডনিউজ২৪: ধানমন্ডিতে বিজিএমইএ পরিচালক ও শিল্পপতি মনির উদ্দিনের বাসা থেকে তার শাশুড়ী ও গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধানমন্ডি ২৮ নম্বর রোডের কাজী নজর“ল ইসলাম ইন্সটিটিউট সংলগ্ন ২১ নম্বর বাসার চতুর্থ তলায় শুক্রবার সন্ধ্যায় দুজনের লাশ পাওয়া যায়। ধানমন্ডি থানা পুলিশ জানায়, নিহতদের মধ্যে ৬৫ বছরের আফরোজা বেগম ব্যবসায়ী মনির উদ্দিনের শ্বাশুড়ি। আর ১৮ বছরের দিতি গৃহকর্মী। তারা দুজনেই ওই বাসায় থাকতেন। মনির উদ্দিন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালক। টিনটেক নামের গার্মেন্টসেরও মালিক তিনি। ধানমন্ডি থানা পুলিশ জানায়, নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে পুলিশ। পরিবার সদস্যরা দাবি করেছেন, কাজের লোক পরিচয়ে বাসায় ঢুকে এই নৃসংশ হত্যাকান্ড ঘটানো হয়েছে। সূত্র : ইউএনবি
ধানমন্ডিতে বিজিএমইএ পরিচালক মনিরুদ্দিনেরর বাসায় শাশুড়ি ও গৃহকর্মী খুন। কাজের লোক পরিচয়ে ঢুকে হত্যা-দাবি পরিবারের।
রাজধানী
0 Views