রাজধানী ঢাকার ধানমন্ডিতে আজ বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিনা রাজধানীর ধানমন্ডির মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
রিনা ত্রিপুরার ভাই জুয়েল ত্রিপুরা বলেন, তাঁর বোন ধানমন্ডির নর্থ সার্কুলার রোডে মেহেরুন্নেসা গালর্স স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে থাকেন। গতকাল বুধবার রাতে রিনা খাগড়াছড়ি থেকে ঢাকায় আসেন। আজ ভোরবেলায় নর্থ সার্কুলার রোডে মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে দুই ছিনতাইকারী তাঁর রিকশার গতি রোধ করে।
জুয়েল আরও জানান, এ সময় ছিনতাইকারীরা রিনার মাথা ও ডান কাঁধে ছুরিকাঘাত করে। তাঁর কাছে থাকা ভ্যানিটি ব্যাগ, দুই হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। কলেজের শিক্ষকদের কাছে খবর পেয়ে রিনাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, ঘটনাটি ধানমন্ডি থানায় জানানো হয়েছে।