স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলার সময় আঙুলে চোট পান শরিফুল ইসলাম। ডান হাতের আঙুলের পুনবার্সন প্রক্রিয়া শেষে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে বোলিং করে নিজেকে প্রস্তুত করেন এই তরুণ পেসার।
আঙুলের চোট দ্রুত সেরে ওঠায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেন্ট লুসিয়ার উদ্দেশে যাত্রা করেন শরিফুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দিতে সোমবার রাতেই রওনা দেবেন শরিফুল। সেন্ট লুসিয়ায় গিয়েই তিনি যুক্ত হবেন দলের সঙ্গে।
২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর হবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। সীমিত ওভারের এই দুই ফরম্যাটেই আছেন শরিফুল।
অ্যান্টিগায় প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে হারে বাংলাদেশ। দল হারলেও পেসাররা দারুণ পারফর্ম করেছেন। খালেদ আহমেদ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তবে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় টেস্টে মোস্তাফিজের জায়গায় খেলানো হতে পারে শরিফুলকে।