ইসলাম ও ধর্ম ডেস্ক: দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ২১ জুলাই। রোববার (১১ জুলাই) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ২১ জুলাই (১০ জিলহজ) বুধবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
তবে মসজিদ কিংবা ঈদগাহে ঈদের জামাত হবে কিনা এ বিষয়ে পরে জানানো হবে।
এর আগে, শুক্রবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাদ দেখা না যাওয়ায় সে হিসেবে ২০ জুলাই সৌদিতে ঈদ হবে। অন্যদিকে জিলহজ মাসের ৭ তারিখ ১৭ জুলাই থেকে হজ শুরু হবে।