হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার (৬ জুন) সর্বশেষ আপডেট করা তালিকায় দেখা যাচ্ছে ঢাকায় ৩৮টি এলাকায় আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে।
আক্রান্তের আধিক্য বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ।
আংশিক লকডাউন এলাকাগুলো হচ্ছে;
১. আদাবর থানা। ২. উত্তরা পূর্ব থানা। ৩. উত্তারা পশ্চিম থানা। ৪. ওয়ারী থানা। ৫. কদমতলী থানা। ৬. কলাবাগান থানা। ৭. কাফরুল থানা। ৮. কামরাঙ্গীরচর থানা। ৯. কোতোয়ালি থানা। ১০. খিলক্ষেত থানা। ১১. গুলশান থানা।
১২. গেন্ডারিয়া থানা। ১৩. চকবাজার থানা। ১৪. ডেমরা থানা।
১৫. তেজঁগাও থানা। ১৬. তেজঁগাও শিল্পাঞ্চল থানা। ১৭. দক্ষিণখান থানা। ১৮. দারুস সালাম থানা। ১৯. ধানমন্ডি থানা।
২০. নিউমার্কেট থানা। ২১. পল্টন মডেল থানা। ২২. পল্লবী থানা। ২৩. বংশাল থানা। ২৪. বাড্ডা থানা। ২৫. বিমানবন্দর থানা। ২৬. ভাটারা থানা। ২৭. মিরপুর মডেল থানা। ২৮. মুগদা থানা। ২৯. মোহাম্মদপুর থানা। ৩০. যাত্রাবাড়ী থানা।
৩১. রমনা মডেল থানা। ৩২. লালবাগ থানা। ৩৩. শাহআলী থানা। ৩৪. শাহজাহানপুর থানা। ৩৫. শেরেবাংলা নগর থানা।
৩৬. সবুজবাগ থানা। ৩৭. সূত্রাপুর থানা। ৩৮. হাজারীবাগ থানা। সূত্র : সময় টিভি