ন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: দেশের ২১ গুণীজনকে ২০২১ সালের একুশে পদক দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর তাদেরকে এই পদক দেয়া হয়। এরমধ্যে চারজনকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে সাক্ষরিত এক তালিকায় একুশে পদকে ভূষিত ২১ জন বিশিষ্ট নাম প্রকাশ করা হয়।
পদকপ্রাপ্তরা হলেন
ভাষা আন্দোলনে: মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার, মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর), আফসার উদ্দিন আহমেদ (মরণোত্তর), বেগম পাপিয়া সারেয়ার (সঙ্গীত), রাইসুল ইসলাম আসাদ (অভিনয়), সালমা বেগম সুজাতা (অভিনয়), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দোপাধ্যায় (আবৃত্তি), পাভেল রহমান (আলোকচিত্র), গোলাম হাসনায়েন (মুক্তিযুদ্ধ), ফজলুর রহমান খান ফারুক (মুক্তিযুদ্ধ), বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা মরনোত্তর (মুক্তিযুদ্ধ), অজয় দাশ গুপ্ত (সাংবাদিকতা), অধ্যাপক ড. সমীর কুমার সাহা (গবেষণা), বেগম মাহফুজা খানম (শিক্ষা), ড. মির্জা আব্দুল জলিল (অর্থনীতি), প্রফেসর কাজী কামরুজ্জামান (সমাজসেবা), কবি কাজী রোজী (ভাষা ও সাহিত্য), বুলবুল চৌধুরী (ভাষা ও সাহিত্য), গোলাম মুরশিদ (ভাষা ও সাহিত্য)।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা, অর্থনীতিসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদক দেওয়া হয়ে থাকে। এ বছর ভাষা আন্দোলনে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন তিন জন। তারা হলেন- মোতাহের হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), শামছুল হক ও আফসার উদ্দীন আহমেদ।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর একুশে পদক পাচ্ছেন সৈয়দা ইসাবেলা (মরণোত্তর), গোলাম হাসনায়েন ও ফজলুর রহমান খান ফারুক। সংগীতে একুশে পদক পাচ্ছেন পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা আজিম, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী, আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, আলোকচিত্রে পাভেল রহমান, গবেষণায় সমীর কুমার সাহা, শিক্ষায় মাহফুজা খানম, অর্থনীতিতে মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় অধ্যাপক কাজী কামরুজ্জামান এবার একুশে পদক পাচ্ছেন।
সূত্র : চ্যানেল আই ও সময় টিভি