পটুয়াখালী প্রতিনিধি:
দেশের সব সাইক্লোন শেল্টার বা আশ্রয়কেন্দ্রে সৌর বিদ্যুৎ বসানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। বুধবার (৬ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পটুয়াখালী জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়নের ওপর আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ বা ঘূর্ণিঝড়ের সময়ে আশ্রয়কেন্দ্রগুলোতে প্রথম প্রয়োজন হয় বিদ্যুৎ বা আলো। কিন্তু তখনই সেটা থাকে না, এসময় আশ্রয় কেন্দ্রটাও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই আশ্রয়কেন্দ্রে সৌর বিদ্যুৎ বসানো হলে আলোর পাশাপাশি মানুষের নিরাপত্তা ও যোগাযোগ স্থাপন সহজ হবে।
মহিববুর রহমান বলেন, আগামীতে দেশের উপকূলীয় অঞ্চলে আরও চারশ’/পাঁচশ’ নতুন মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান যে দৃষ্টিনন্দন মুজিব কিল্লাগুলো নির্মাণ করা হয়েছে, সেগুলো অব্যহৃত পড়ে আছে। এগুলোকে বহুমুখী ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, জেলার সামগ্রিক উন্নয়নে সব সংসদ সদস্যদের সমন্বয়ে সম্মিলিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে। আমরা জেলার সব কিছু এক ছাতার নিচে নিয়ে আসতে চাই।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ আ স ম ফিরোজ, পটুয়াখালী-০১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।