সারাদেশে সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ছয় জেলায় এসব দুর্ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো খবর :
শেরপুর
শেরপুরের সদর উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৯ ডিসেম্বর) রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে সিএনজি চালক লোকমান হোসেন (৩৬), গনপদ্দী এলাকার শাজাহান আলীর মেয়ে মাইশা আক্তার মিম (২৬) ও তার ভাই কামরুজ্জামান বাবু (২৩), আলিনাপাড়া এলাকার মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম(৬০) এবং পশ্চিম চিথলিয়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নিনা রানী (৪৫)।
শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি।
চট্টগ্রাম
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে তিনটি পৃথক দুর্ঘটনায় সড়কে প্রাণ গেছে তিনজনের। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- মোহাম্মদ তাইজুদ্দিন (৪৭), মো. খোকন (৩০) ও মোহাম্মদ রানা (৩০)। তাইজুদ্দিন ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের বাসিন্দা। খোকনের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামে। রানা একই জেলার সদর উপজেলার বাসিন্দা।
জয়পুরহাট
জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু আব্দুল্লাহ (৮) ও বৃদ্ধা নুরজাহান (৭০) নিহত হয়েছেন।
জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হেলকুন্ডা বাইপাস সড়কে পারাপার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নুরজাহান ও দুপুরে পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর হাফেজিয়া মাদরাসার কাছে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে আব্দুল্লার মৃত্যু হয়।
নিহত নুরজাহান সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার স্ত্রী। অন্যদিকে আব্দুল্লাহ পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ও গনেশপুর গ্রামের বাসিন্দা সুজন মিয়ার ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন ও পাঁচবিবি থানার ওসি কাওসার আলী বলেন, দুটি উপজেলায় পৃথক দুটি স্থানে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা ও শিশুসহ দুজন নিহত হয়। এসব ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নরসিংদী
নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল মোল্লা (৩১) নামে এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামে এক দুর্ঘটনায় নিহত হন তিনি।
নিহত ফয়সাল মোল্লা বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মমতাজ সরকার বলেন, হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়। সম্ভবত ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে মুছা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুছা জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবু আহমদের ছেলে।
খাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারগুব তৌহিদ জানান, জেলার ইসলামপুর এলাকায় হবিগঞ্জ জেলার মাধবপুরগামী দিগন্ত লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে ড্রাইভার মুছা মিয়া ঘটনাস্থলে নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।
গাজীপুর
গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় সাইফুল ইসলাম নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার বেলা দুইটায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের ধলাগর ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৬০) কাপাসিয়া উপজেলার পাঁচুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি কাপাসিয়া উপজেলা ময়সন গ্রামের সুলতান মুক্তারের ছেলে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।