পাওনা টাকা চাওয়ায় ড্রিল মেশিন দিয়ে দুই চোখ উপড়ে মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যা করেছে ওয়ার্কশপ কারখানার মালিক। মঙ্গলবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাওনাদারের নাম মো. শফিউল্লাহ। তিনি ভানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ছেলে। ঘাতকের নাম মোহাম্মদ রাসেল মিয়া। তিনি আন্দিরপাড় গ্রামের বাসিন্দা। ভানী বাজারে ত্রিবিদ্যা ওয়ার্কসপ নামে তার একটি কারখানা রয়েছে।
এলাকাবাসী জানায়, রাসেল ড্রিল মেশিন দিয়ে মো. শফিউল্লাহর চোখ উপড়ে তাকে হত্যা করে ওই দোকানেই তালা মেরে চলে যায়।
প্রাথমিকভাবে এলাকাবাসী জানায়, ঘটনাটি দুপুরে ঘটে থাকতে পারে। দুপুরের পর থকে ওই ওয়ার্কসপটি বন্ধ ছিল। এ প্রতিষ্ঠানটি সাধারণত বন্ধ থাকে না। একই সময়ে মো. শফিউল্লাহকে খোঁজে পাওয়া যাচ্ছি না। দোকানে শফিউল্লাহর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানের তালা ভেঙ্গে শফিউল্লাহর মরদেহ দেখতে পায়। পড়ে রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
দেবিদ্বার থানার ওসি শামসুল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
দেবিদ্বারে ড্রিল মেশিন দিয়ে দুই চোখ উপড়ে মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যা
নিজস্ব প্রতিবেদকম, কুমিল্লা
দেশজুড়ে
5,675 Views