পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শাহিওয়ালে রাস্তার পাশে ভ্যানে করে পুডিং বিক্রি করেন সালিম বাগা। হঠাৎ করে তাঁকে দেখলে যে কেউ বিভ্রান্ত হবেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোত্থেকে এখানে এলেন পুডিং বেচতে। তাঁকে দেখতে অনেকটা ট্রাম্পের মতো লাগে বলে তাঁর ব্যবসাও ভালো। উৎসুক প্রচুর মানুষ তাঁর ভ্রাম্যমাণ দোকানে পুডিং খেতে আসেন।
স্থানীয় মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘আমাদের মনে হয়, যেন ডোনাল্ড ট্রাম্প এখানে পুডিং বিক্রি করতে এসেছেন।’ ইয়াসিন সব সময় বাগা থেকে পুডিং কিনে থাকেন।
ইয়াসিন বলেন, পুডিং বিক্রির জন্য যখন বাগা গান গাইতে শুরু করেন, তখন আরও বেশি মানুষ তাঁর কাছে ছুটে আসেন।
সম্প্রতি ৫৩ বছর বয়সী বাগা তাঁর কাঠের তৈরি ভ্যানগাড়ি নিয়ে দুধের তৈরি পুডিং বিক্রি করছিলেন। এ সময় তাঁর পরনে ছিল কালো জ্যাকেট।
বাগার শ্বেতরোগের কারণে ত্বক পুরোপুরি সাদা। আর চুল ট্রাম্পের মতোই স্বর্ণকেশি। তাঁর পুডিং কেনার জন্য যখন মানুষ তাঁর ভ্যানের চারপাশে জড়ো হচ্ছিলেন, তিনি তখন পাঞ্জাবি গান গাইছিলেন। তাঁর সেই গান আরও বেশি মানুষকে আকৃষ্ট করছিল। এতে ভিড় আরও বাড়ছিল।
স্থানীয় বাসিন্দা ইমরান আশরাফ বলেন, ‘তাঁর পুডিং সত্যিই সুস্বাদু। আমরা তাঁর সঙ্গে কথা বলি। তাঁর সঙ্গে সেলফি তুলি। আমরা আমাদের বন্ধুদের বলি, আমরা ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছি।’
পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল বাজারে তাঁর প্রতি মানুষের আগ্রহ এবং তাঁর দিকে অসংখ্য ক্যামেরা তাক করা দেখে খুব মাঝে মাঝে অপ্রস্তুত হয়ে যান বাগা। এমনকি প্রতিবেশীরাও তাঁকে নিয়ে প্রায়ই মাতামাতি করে থাকেন।
বাগা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার চেহারার মিল রয়েছে। এ কারণে মানুষজন আমার সঙ্গে সেলফি তোলে। এটি আমার বেশ ভালো লাগে।’
রয়টার্সের সঙ্গে আলাপকালে বাগা ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘আপনি নির্বাচনে জয়ী হয়েছেন। এখন এখানে সফরে আসুন আর আমার পুডিংয়ের স্বাদ নিন। আশা করি, আপনি এই খাবার খেয়ে মজা পাবেন।’