বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: আমেরিকার ক্যালিফোর্নিয়ার হলিউড হিলসের একটি বাড়িতে দূর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হলেন দেশটির জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী পপ স্মোক। ক্যালিফোর্নিয়ার হলিউড হিলসের একটি বাড়িতে কয়েকজন আক্রমণকারীর গুলিতে নিহত হয়েছেন তিনি।
বুধবার সকালে স্থানীয় সময় ভোর পাঁচটার কিছু সময় আগে একটি ফোন পায় পুলিশ। এক ব্যক্তি পুলিশকে জানায়, তার এক বন্ধুর বাড়ির দরজা ভেঙে কয়েকজন আক্রমণ করেছে যাদের একজনের হাতে অস্ত্র আছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পপ স্মোককে গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে সেডারস-সিনাই মেডিকেল সেন্টারে নিয়ে যায়। এক ঘণ্টা পরে কর্তব্যরত চিকিৎসকরা পপ স্মোককে মৃত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, দুই থেকে ছয়জন ব্যক্তি আক্রমণ করেছিল। তাদের একজন মুখ মাস্ক পরা ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।
বিশ বছর বয়সী পপ স্মোকের একটি মিক্সটেপ মুক্তি পেয়েছিল গত সপ্তাহে। মিক্সটেপের ‘ওয়েলকাম টু দ্য পার্টি’ গানটি ইউটিউবে ২৪ মিলিয়নের বেশি বার শুনেছে শ্রোতারা। সূত্র : সিএনএন
দূর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হলেন আমেরিকার জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী পপ স্মোক
বিনোদন
0 Views