স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: আইপিএলে আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
ফর্মে না থাকলেও অধিনায়ক এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের প্রধান শক্তি। অন্যদিকে অধিনায়ক ডেভিড ওয়ার্নার সানরাজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি।
দুই দলই নিজেদের আগের ম্যাচ হেরে বসে রয়েছে। তাই প্লে-অফের আশা জিইয়ে রাখতে মঙ্গলবারের ম্যাচে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদকে জিততেই হবে।
অন্যদিকে, সোমবার (১২ অক্টোবর) একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শারজায় টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯৪ রান করে বিরাট কোহলির দল। ম্যাচসেরা এবি ডি ভিলিয়ার্স ৭৩ এবং কোহলি অপরাজিত ছিলেন ৩৩ রানে। এছাড়া, অ্যারন ফিঞ্চ ৪৭ এবং দেবদূত পাডিকেল করেছেন ৩২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১১২ রানে থামে কলকাতা। সর্বোচ্চ ৩৪ করেন সুভমান গিল। আন্দ্রে রাসেল ও রাহুল ত্রিপাঠি, দুজনেরই অবদান ১৬ রান। দুটি কোরে উইকেট নিয়েছেন ক্রিস মরিস ও ওয়াশিংটন সুন্দর। ৭ ম্যাচে মুম্বাই ও দিল্লির সমান ১০ পয়েন্ট নিয়ে রান রেটে তিনে বেঙ্গালুরু। ৮ পয়েন্ট নিয়ে চারে কলকাতা। সূত্র: চ্যানেল 24