সিজদা এমন একটি মুহূর্ত, যখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। নবীজি (সা.) বলেন, ‘বান্দা তার প্রতিপালকের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৪৮২)
দুই সিজদার মাঝমাঝি সময়, যখন নামাজি স্থির হয়ে বসেন, তখন পড়ার জন্য হাদিসে একাধিক দোয়া বর্ণিত আছে।
দুই সিজদার মাঝে দোয়া
দুই সিজদার মাঝে বসে পড়ার প্রচলিত দোয়া হলো:
বাংলা উচ্চারণ: রাব্বিগফিরলি, রাব্বিগফিরলি।
অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৮৫০)
অন্য একটি দোয়া হলো:
বাংলা উচ্চারণ: রাব্বিগফিরলি ওয়ার্হামনি ওয়াজ্বুরনি ওয়ার্ফা’নি ওয়ারযুকনি ওয়াহ্দিনি ওয়া‘আফিনি।
অর্থ: হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, আমার ত্রুটি পূরণ করুন, আমার মর্যাদা বাড়ান, আমাকে রিজিক দান করুন, আমাকে হিদায়াত দান করুন এবং আমাকে নিরাপদ রাখুন। (সুনানে তিরমিজি, হাদিস: ২৮৪)
পড়ার নিয়ম
প্রথম সিজদার পর মাথা তুলে জলসা (বসা) অবস্থায় সোজা হয়ে বসুন। এ সময় হাত দুটি হাঁটুর ওপর রাখুন। তারপর ওপরে উল্লিখিত দোয়াগুলোর যেকোনো একটি পড়ুন। সাধারণত ‘রাব্বিগফিরলি’ অন্তত তিনবার পড়া উত্তম। দোয়াটি মনে মনে বা হালকা স্বরে পড়ুন। তবে জামাতে ইমামের পেছনে থাকলে মুক্তাদিরা ইমামের অনুসরণ করবেন, দোয়া পড়ার জন্য বসে থাকবেন না।
দুই সিজদার মাঝের দোয়া নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বান্দার ক্ষমা প্রার্থনা, রহমত কামনা ও আল্লাহর নৈকট্য লাভের একটি মুহূর্ত।