স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট উইন্ডিজের প্রথম দিন শেষে সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান। চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজে লিড অতিথিদের।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ক্রেইগ ব্রাথওয়েট। তাদের জুটিতে ওঠে ৬৬ রান।
বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। জন ক্যাম্পবেলকে ফেরান ব্যক্তিগত ৩৬ রানে। বিরতির কিছুক্ষণ পরই মোসলেকে আউট করেন রাহী। লম্বা ইনিংসের পথে থাকা উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে প্যাভিলিয়নে ফেরান সৌম্য। তিনি করেন ৪৭ রান। এরপর আগের টেস্টে ম্যাচ উইনিং ডাবল সেঞ্চুরি হাঁকানো কাইল মেয়ার্সকে সাজঘরে ফেরান রাহী।
প্রতিপক্ষের ১১৬ রানে ৪ উইকেট তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। ব্ল্যাকউড ব্যক্তিগত ২৮ রানে আউট হলে, ১৭৮ রানে ৫ উইকেট হারায় উইন্ডিজ। প্রতিপক্ষকে স্বল্প রানে আটকানোর সম্ভাবনা জাগিয়ে তোলে বাংলাদেশ। কিন্তু, গলার কাটা হয়ে ওঠা বনার ৭৪ আর সিলভা ২২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
সূত্র : সময় টিভি