ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধারাবাহিক হামলা চালিয়েছে আসছে দখলদার ইসরায়েল বাহিনী। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় অন্তত ৬১ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় ৬১ ফিলিস্তিনি নিহত এবং ১৬২ জন আহত হয়েছেন। ফলে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৯৩৯ জনে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
এ ছাড়া গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৯৪ হাজার ৬১৬ জন আহত হয়েছেন। পাশাপাশি বিধ্বস্ত ভবনের নিচে এখনো কয়েক হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গাজার রাফা শহরে নতুন করে হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আল জাজিরা আরবির সাংবাদিকরা জানিয়েছেন, রাফা শহরের দক্ষিণ-পূর্বে কারেম আবু সালেম ক্রসিংয়ের কাছে ইসরায়েলি গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।