স্পোর্টস ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর পর টি-টোয়েন্টি আজ পর্দা উঠছে বিশ্বকাপের সপ্তম আসরের। বাছাইপর্ব দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের এই আসরটি। ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া কুড়ি ওভারের এই বিশ্বকাপ আসরে অংশগ্রহণ করবে ১৬টি দেশ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।
একই দিন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটায় বাংলাদেশের মুখোমুখি হবে স্কটল্যান্ড। এই ম্যাচের মধ্য দিয়েই শুরু হবে টাইগারদের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ার লড়াই।
ক্রিকেটের সংক্ষিপ্ত ওভারের ফরম্যাটে বাংলাদেশ-স্কটল্যান্ড এর আগে কেবল একটি ম্যাচ মুখোমুখি হয়েছিল। ২০১২ সালের জুলাইয়ের সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩৪ রানে।
বিশ্বকাপের এবারের আসরটি আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে। ভারতের কোভিড-১৯ পরিস্থিতি ও দেশটিতে করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা প্রবল থাকায় গত জুনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আসরের প্রথম দিন দুই ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া মাসব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১৪ নভেম্বর।রাজধানীর খিলক্ষেত ও ওয়ারী থেকে পৃথক দুটি লাশ উদ্ধার
রাজধানী ডেস্ক: রাজধানীর খিলক্ষেত ও ওয়ারী থেকে পৃথক দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা ছিলেন। খিলক্ষেত নিকুঞ্জ এলাকার একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম জয়দেব চন্দ্র দাস। শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের একটি ফ্ল্যাট বাড়ির কক্ষ থেকে দুর্গন্ধ আসছিল। পরে অনুসন্ধানে ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে খাট থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ওসি সাব্বির বলেন, নিহত চিকিৎসক সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ থেকে পাস করেছেন। মরদেহটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন।
এদিকে