স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: ক্যান্ডির পাল্লেকেলেতে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের শুরুতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। গতকালের অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলা ম্যাথিউস (১২) ফিরে গেছেন সাজঘরে। ম্যাথিউসের উইকেটটি পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের স্কোর ৩ উইকেটে ৫৫ রান। অধিনায়ক দিমুথ করুণারত্নে ৩১ ও ধনঞ্জয়া ডি সিলভা ৮ রানে ব্যাট করছেন। বাংলাদেশের চেয়ে এরই মধ্যে ২৯৭ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
এর আগে ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা।
দুই ম্যাচের টেস্ট সিরিজটি বর্তমানে ১-১ এ সমতায় রয়েছে। একই মাঠে দুদলের মধ্যকার প্রথম টেস্টটি ড্র হয়।