শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পারভেজ ইমনের সেঞ্চুরিতে ১৯১ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। পরে দাপুটে বোলিংয়ে আমিরাতকে ১৬৪ রানে থামায় টিম টাইগার্স। ২৭ রানে স্বাগতিকদের হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে বাংলাদেশ। চ্যানেল আই অনলাইনের লাইভ ব্লগে একনজরে দেখে নিন ম্যাচের সকল খুটিনাটি।
আরব আমিরাতকে হারিয়ে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৭ রানে জয়ী
টস: সংযুক্ত আরব আমিরাত (ফিল্ডিং)
বাংলাদেশ: ১৯১/৭ (২০)
পারভেজ ইমন-১০০ (৫৪), হৃদয়-২০ (১৫), জাকের-১৩ (১৪)
জাওয়াদউল্লাহ-৪/২১, ধ্রুভ-১/৩২
সংযুক্ত আরব আমিরাত: ১৬৪/১০
মোহাম্মদ ওয়াসিম-৫৪ (৩৯), আসিফ খান-৪২ (২১), রাহুল চোপড়া-৩৫ (২২)
হাসান মাহমুদ-৩/৩৩, মোস্তাফিজ-২/১৭, তানজিম-২/২২, শেখ মেহেদী-২/৫
খরুচে মেহেদী শেষওভারে এসে উইকেট পেলেন
আগের তিন ওভারে ৪৯ রান খরচ করেছেন শেখ মেহেদী। ইনিংসের শেষ ওভারে তার উপরই ভরসা করেন অধিনায়ক লিটন দাস। বলে এসে প্রথম বলেই হায়দার আলির উইকেট তুলে নিলেন। ১৫৮ রানে নবম উইকেট হারাল আমিরাত।
Sound
০০.৩২
আসিফকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন হাসান
বিপজ্জনক হয়ে উঠছিলেন আসিফ খান। ৩ চার ও ৫ ছক্কায় ৪২ রানের ইনিংস সাজিয়ে বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছিলেন এই ব্যাটার। ১৮.২ ওভারে আসিফকে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানিয়ে ফেরান হাসান। তাতে স্বস্তি আসে বাংলাদেশ দলে। ২১ বলে ৪২ রান করেন আসিফ। ১৫৭ রানে অষ্টম উইকেট হারাল আমিরাত।
০০.২৮
মোস্তাফিজের দ্বিতীয় শিকার যুহাইব
১৮তম ওভারে এসে সপ্তম শিকারের দেখা পেল বাংলাদেশ। মোস্তাফিজের অফস্টাম্পের বাইরের বলে ডিপ এক্সট্রা কাভারে ধরা পড়েন হৃদয়ের হাতে।
০০.২৩
ষষ্ঠ উইকেট এনে দিলেন হাসান
১৬.৫ ওভারে ষষ্ঠ সাফল্যের দেখা পেল বাংলাদেশ। হাসান মাহমুদের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে বড় শট খেলতে চেয়েছিলেন সঞ্চিত শর্মা। ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ ঘটেনি। ফলে এক্সট্রা কাভার অঞ্চলে ধরা পড়ন লিটন দাসের হাতে।
০০.১৩
ধ্রুভকে ফেরালেন তানভীর
নিজের শেষ ওভারে এসে উইকেটের দেখা পেলেন তানভীর ইসলাম। ১৫তম ওভারে বাংলাদেশকে পঞ্চম সাফল্য এনে দিলেন । টাইগার স্পিনারের অফস্টাম্পের ডেলিভারি উড়িয়ে মারেন। লং অনে ধরা পড়েন বদলি ফিল্ডার শান্তর হাতে। ৭ বলে ৩ রান করেন। ১৩৪ রানে পঞ্চম উইকেট হারাল আমিরাত।
০০.০৫
রাহুলকে ফেরালেন তানজিম
১৩.১ ওভারে বাংলাদেশকে চতুর্থ সাফল্য এনে দিলেন তানজিম সাকিব। টাইগার পেসারের স্লোয়ার ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন শেখ মেহেদীর হাতে। ২২ বলে ৩৫ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার।
০০.০৩
ব্যয়বহুল মেহেদী
নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে ২৫ রান খোয়ালেন শেখ মেহেদী। পরপর তিন বলে ছক্কা হাঁকান আসিফ খান। তার আগে একটি চারও আদায় করেন তিনি। ৩ ওভারে কোনো সাফল্য ছাড়াই ৪৯ রান দিয়েছেন মেহেদী।
২৩.৫৫
ওয়াসিমকে ফিরিয়ে ৬২ রানের জুটি ভাঙলেন তানজিম
৪১ রানে দুই উইকেট হারানোর পর ওয়াসিম ও রাহুল মিলে ৬২ রানের জুটি গড়েছেন। বিপজ্জনক এই জুটি ভাঙলেন তানজিম সাকিব। টাইগার পেসারের শর্ট বলে এজ হয় ওয়াসিমের। শর্ট ফাইন লেগে থাকা মোস্তাফিজ বল তালুবন্দি করলেন।
১০৩ রানে তৃতীয় উইকেট হারাল আরব আমিরাত। ৩৯ বলে ৫৪ রান করেন ওয়াসিম।
২৩.৫০
আমিরাতের ১০০
ওয়াসিম ও রাহুলের ব্যাটে ১০.২ ওভারে দলীয় শতক পূর্ণ করেছে সংযুক্ত আরব আমিরাত।
ওয়াসিম ৫২ রানে এবং রাহুল চোপড়া ৩১ রানে ব্যাট করছেন।
২৩.৪৭
ওয়াসিমের ফিফটি, আমিরাত ৯৮/২
ক্যারিয়ারের ২১তম টি-টুয়েন্টি ফিফটির দেখা পেলেন মোহাম্মদ ওয়াসিম। ৩২ বলে ফিফটি করা ইনিংসে ছিল ৭টি চার ও দুটি ছক্কার মার।
১০ ওভার শেষে আমিরাতের সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান। ওয়াসিম ৫০ রানে এবং রাহুল চোপড়া ৩১ রানে ব্যাট করছেন।
২৩.২৫
পাওয়ার প্লে-তে বাংলাদেশের দুই সাফল্য, আমিরাত ৫২/২
প্রথম ৬ ওভারে দুটি সাফল্য পেয়েছে বাংলাদেশ। বিপরীতে ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি পেরিয়েছে আমিরাত। ওয়াসিম ৩৩ রানে এবং রাহুল চোপড়া ৬ রানে ব্যাট করছেন।
২৩.১৯
দ্বিতীয় শিকার এনে দিলেন মোস্তাফিজ
আগের ওভারেই হাসান ফেরান জোহাইবকে। তিনে নামেন আলিশান শারাফু। ৪.২ ওভারে মোস্তাফিজের আউট সাইড অফ ডেলিভারিতে কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন। ব্যর্থ হন, এজ হয়ে বল যায় উইকেটরক্ষক জাকেরের গ্লাভসে। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারাল আমিরাত।
২৩.১৬
সাফল্য এনে দিলেন হাসান
নিজের প্রথম ওভারে এসেই সাফল্যের দেখা পেলেন হাসান। ৩.৫ ওভারে হাসানের বাউন্সারে পুল শট খেলেন জোহাইব। মিড অনে ধরা পড়েন বদলি ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। ৯ বলে ৯ রান করেন আমিরাত ওপেনার। ৪০ রানে প্রথম উইকেট হারাল স্বাগতিক দলটি।
২৩.০৩
আমিরাতের উড়ন্ত শুরু
প্রথম ওভারে কেবল ৫ রান খরচ করেন তানজিম সাকিব। দ্বিতীয় ওভারে বলে আসেন শেখ মেহেদী। বাংলাদেশের নতুন সহ-অধিনায়কের ওভারে একটি ছক্কা ও তিনটি চারে ১৯ রান আদায় করে নেন আমিরাতের দুই ওপেনার ওয়াসিম ও যোহাইব।
২ ওভার শেষে আমিরাত কোনো উইকেট না হারিয়ে ২৪ রান। ওয়াসিম ১৩, যোহাইব ৯ রানে ব্যাট করছেন।
২২.৫০
একাধিক রেকর্ড গড়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করেছেন ২২ বর্ষী ক্রিকেটার। তার সেঞ্চুরিতে ভর করে আরব আমিরাতকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
২২.৪৮
সংক্ষিপ্ত স্কোর
টস: আরব আমিরাত (ফিল্ডিং)
বাংলাদেশ: ১৯১/৭ (২০)
পারভেজ ইমন-১০০ (৫৪), হৃদয়-২০ (১৫), জাকের-১৩ (১৪)
জাওয়াদউল্লাহ-৪/২১, ধ্রুভ-১/৩২
২২.৪২
সেঞ্চুরি করে ফিরলেন ইমন
আরব আমিরাতের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন ইমন। ৫৩ বলে করেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৫৪তম বলে ফিরে গেছেন বোল্ড হয়ে। ৫টি চার ও ৯টি ছক্কায় ১০০ রান করেন।
২২.৩৮
ইমনের সেঞ্চুরি
আগের ৭ টি-টুয়েন্টিতে কেবল ৮৮ রান করেছিলেন ইমন। সর্বোচ্চ ছিল ৩৯ রান। অষ্টম ম্যাচে এসে প্রথম ফিফটি করেন, আর সেই ইনিংসকে পরিণত করেন সেঞ্চুরিতে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করলেন ইমন। ৫৩ বলে সেঞ্চুরি করা ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৫টি চারের মার। ইমনের আগে কেবল তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন ওমানের বিপক্ষে ২০১৬ সালে, ১০৩ রান।
২২.৩৬
আবারও মতিউল্লাহর নো বল, এবার জীবন পেলেন তানজিম
মতিউল্লাহর আগের ওভারেই নো বলে জীবন পান ইমন। নিজের শেষ ওভারে এসে আরও একটি সাফল্য পেতেন। তানজিম হাসান সাকিব তাকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন সঞ্চিত শর্মার হাতে। তবে এবার নো বল করে বসেন মতিউল্লাহ। রানের খাতা খোলার আগেই জীবন পেলেন তানজিম।
২২.২৯
শামীম ফিরলেন, বাংলাদেশ ১৭৫/৬
জাওয়াদউল্লাহর ডেলিভারি লাইনে এসে খেলতে চেয়েছিলেন শামীম। তবে পরাস্ত হন। লেগবিফোরের ফাঁদে পড়ে ফিরে যান ডাগআউটে। ৫ বলে ৬ রান করেন।
২২.২৬
ইমনের আরও একটি রেকর্ড
৯টি ছক্কা হাঁকিয়ে ইতোমধ্যেই বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার মালিক ইমন। এর পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছেন টাইগার ওপেনার। বাউন্ডারিতে আদায় সর্বোচ্চ রানের মালিকও তিনি। এখন পর্যন্ত করা তার ৫১ বলে ৯৭ রানের ইনিংসে বাউন্ডারি থেকে এসেছে ৭৪ রান। তার আগে রেকর্ডটি ছিল তামিমের। ওমানের বিপক্ষে করা ১০৩ রানের ইনিংসে বাউন্ডারি থেকে আদায় করেছিলেন ৭০ রান।
২২.২২
নো বলে জীবন পেলেন ইমন
মতিউল্লাহ খানের বলে লং অফে উড়িয়ে মারেন ইমন। বাউন্ডারি লাইনে ধরাও পড়েন। পরে দেখা যায় আমিরাত পেসার বোলিং লাইন অতিক্রম করেছেন। তাতে ৮৪ রানে জীবন পান বাংলাদেশ ওপেনার।
২২.২১
ছক্কার রেকর্ড ইমনের
আমিরাত স্পিনার মোহাম্মদ যুহাইবের বলে স্লগ সুইপে বিশাল ছক্কা মেরে রেকর্ড গড়লেন ইমন। বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। ইনিংসে ইমনের অষ্টম ছক্কা এটি। এর আগে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ বলে ৫৩ রানের ইনিংসে ৭টি ছক্কা মেরেছিলেন রিশাদ হোসেন।
২২.২০
বাংলাদেশের দেড়শ
ইমনের ঝড়ো ব্যাটিংয়ে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ। ১৬.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৩ রান। ইমন ৮৪ রানে এবং শামীম ১ রানে ব্যাট করছেন।
২২.১৫
বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরলেন জাকের, বাংলাদেশ ১৪০/৪
১৬তম ওভারে মোহাম্মদ যুহাইবের প্রথম বলে স্কয়ার লেগে টেনে ছক্কা হাঁকান জাকের। পরের বল একইভাবে টেনে মারেন। তবে বল অনেক উপরে উঠে যায়। লং অন অঞ্চলে বাউন্ডারি লাইনের কাছে সঞ্চিত শর্মার হাতে ধরা পড়েন। ১৪ বলে ১৩ রান করেন।
২২.০১
মেহেদী আসলেন আর গেলেন, বাংলাদেশ ১১২/৪
ব্যাটিংয়ে উপরের দিকে নেমেছেন শেখ মেহেদী। পাঁচে নেমে উইকেটটাই কেবল বিলিয়ে আসলেন বাংলাদেশের সহ-অধিনায়ক। মোহাম্মদ জাওয়াদউল্লাহর অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে এজ হয়ে ফেরেন উইকেটরক্ষক রাহুলের গ্লাভসে বল দিয়ে। ৫ বলে ২ রান করেন।
২১.৫৪
উইকেট দিয়ে আসলেন হৃদয়, বাংলাদেশ ১০৭/৩
ধ্রুভ পারাশারের অফস্টাম্পের বাইরে করা ডেলিভারিতে কিছুটা উঁচুতে উঠেছিল। হৃদয় কাট করতে চেয়েছিলেন। তবে এজ হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার মোহাম্মদ যোহাইব বল তালুবন্দি করেন। ১৫ বলে ২০ রান করে ফিরলেন হৃদয়। ক্রিজে ইমনের নতুন সঙ্গী শেখ মেহেদী।
২১.৪৭
বাংলাদেশের ১০০
পারভেজ ইমন ও তাওহীদ হৃদয় জুটিতে দশ ৯.৪ ওভারে ১০০ পূর্ণ করেছে বাংলাদেশ। ইমন ৫২ এবং হৃদয় ১৮ রানে ব্যাট করছেন।
২১.৪২
ইমনের প্রথম টি-টুয়েন্টি ফিফটি
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাণ্ডব চালাচ্ছেন পারভেজ হোসেন ইমন। চার-ছক্কার ফুলঝুরিতে ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ফিফটি পূর্ণ করেছেন বাংলাদেশ ওপেনার। ৮ম ম্যাচে এসে ফিফটি ছুঁয়েছেন ২৮ বলে। ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কার মার।
২১.৩১
পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৫
পাওয়ার প্লে-তে টপঅর্ডারের দুই ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ। তানজিদের পর ফিরেছেন লিটন দাস। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৫ রান। ইমন ২৬ রানে এবং হৃদয় ৪ রানে ব্যাট করছেন।
২১.২৬
লিটন আউট, বাংলাদেশ ৪৯/২
মোহাম্মদ জাওয়াদউল্লাহ বলে এসেই আঘাত হানলেন। আমিরাত পেসারের ইয়র্কারে পরাস্ত হন লিটন দাস। লেগবিফোরের ফাঁদে পড়ে ৮ বলে ১১ রান করে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক। ৪৯ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। ইমন ২৪ রানে ব্যাট করছেন, তার নতুন সঙ্গী তাওহীদ হৃদয়।
২১.১৮
৪ ওভার শেষে বাংলাদেশ ৩৫/১
পারভেজ হোসেন ইমন ১৪ রানে এবং লিটন দাস ৯ রানে ব্যাট করছেন।
২১.০৮
অভিষিক্ত মতিউল্লাহর বলে ফিরলেন তানজিদ, বাংলাদেশ ১৩/১
মতিউল্লাহ খানের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে অফসাইডে খেলতে চেয়েছিলেন তানজিদ। আউটসাইড এজ হয়ে বল যায় উইকেটরক্ষক রাহুল চোপড়ার গ্লাভসে। ৯ বলে ১০ রান করে ফিরলেন তানজিদ। বাংলাদেশ ওপেনারকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজের প্রথম শিকার তুলে নিলেন আমিরাত পেসার।
২১.০৪
তানজিদের চার-ছক্কায় শুরু বাংলাদেশের
ধ্রুভ পারাশার প্রথম ওভারে বলে আসেন। আমিরাত স্পিনারের প্রথম ওভারে দুটি বাউন্ডারি আদায় করেছেন তানজিদ তামিম। ওভারের তৃতীয় বলে চার ও শেষ বলে ছক্কা হাঁকিয়ে ১০ রান আদায় করেছেন তানজিদ।
২০.৩৭
আমিরাত একাদশে তিন অভিষেক
সিরিজের প্রথম ম্যাচে তিন ক্রিকেটারের অভিষেক করাল সংযুক্ত আরব আমিরাত। প্রথমবার টি-টুয়েন্টি খেলতে নামবেন মাতিউল্লাহ খান, মোহাম্মদ যোহাইব ও হায়দার আলি।
আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মোহাম্মদ যোহাইব, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাশার, সঞ্চিত শর্মা, মোহাম্মদ যুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলি ও মোহাম্মদ জাওয়াদউল্লাহ।
২০.৩৬
একাদশে নেই রিশাদ-নাহিদ
ইমিগ্রেশন জটিলতায় দুবাই বিমানবন্দরে তিন দিন আটকে ছিল নাহিদ রানা ও রিশাদ হোসেন। দলে যোগ দিলে প্রথম ম্যাচে রাখা হয়নি তাদের। এছাড়া একাদশে নেই নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম সাকিব, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
২০.৩১
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু্ই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে হেরেছে বাংলাদেশ। আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের আমন্ত্রণে আগে ব্যাট করবে বাংলাদেশ।