খাগড়াছড়িতে সংঘটিত নৃশংস ঘটনায় দল নীরব থাকায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ পদত্যাগ করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন। অলিক মৃ পার্টির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্রজাতিগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন।
ফেসবুক পোস্টে অলিক লিখেছেন, খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা, তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজনকে হত্যার ঘটনায় পার্টির নীরবতা ও নেতার মিথ্যাচারের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। পোস্টের শেষ দিকে তিনি এনসিপির জন্য শুভকামনাও জানান।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের প্ররোচনায় খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হচ্ছে। কোনো মহল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন হতে না দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে এবং এসব অস্ত্র দেশের বাইরের উৎস থেকে আসছে। এই সন্ত্রাস মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন। তিনি জনগণকে অনুরোধ করেছেন, দুর্গাপূজার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটানো এবং রাস্তাঘাট অবরোধ না করার জন্য। বোরবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। ঘটনায় ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।