ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: থাইল্যান্ডে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ২০ জন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন।
রোববার সকালে রাজধানী ব্যাংককের ৬৩ কিলোমিটার পূর্বে ক্লোং কোয়ায়েং ক্ল্যান রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। সামুত প্রাকান প্রদেশ থেকে ৬০ জনের মতো কারখানা শ্রমিককে নিয়ে চাচোয়েংসাওয়ের একটি বৌদ্ধ মন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল বাসটি। থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ব্যাংককের পথে থাকা বাসটি রেল ক্রসিংপার হওয়ার সময় মালবাহী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।
চাচোয়েংসাও প্রদেশের গভর্নর মৈত্রী ত্রিতিলানন ঘটনা সম্পর্কে জানিয়েছেন। তিনি জানান, রেল ক্রসিংয়ে অ্যালার্ম থাকলেও ট্রেন চলার সময় যানবাহন আটকানোর কোনো প্রতিবন্ধক ছিল না।