সাটুরিয়ায় সড়ক দূর্ঘটনায় তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী নুসরাতের চিকিৎসার দায়িত্ব নিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। গত বৃহস্পতিবার উত্তর কাওন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি’র ধাক্কায় সে গুরুতর আহত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নজরে আসে। দূর্ঘটনার পরই ওই শিশু শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য আফরোজা খানম রিতা ।
বিএনপি’র এই নেত্রীর নির্দেশে নুসরাতকে দেখতে যান সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহবায়ক মো. আমির হামজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন উজ্জামান, শ্রমিক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান সহ আরও অনেকে। বর্তমানে নুসরাত শঙ্কামুক্ত রয়েছে।
সাটুরিয়া থানা যুবদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন স্কুলের সামনে ও পিছনে দু’টি স্পীডব্রেকার দেওয়া খুবই প্রয়োজন।
তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী নুসরাতের চিকিৎসার দায়িত্ব নিলেন আফরোজা খানম রিতা
মো. মইনুল ইসলাম, সাটুরিয়া(মানিকগঞ্জ)
দেশজুড়ে
7,043 Views