ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্ক ঘুরতে গিয়ে মুসলিম হয়েছেন ফরাসি এক তরুণী। তিনি ছুটি কাটাতে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তেকিরদাগ প্রদেশে গিয়েছিলেন। সেখানেই শুক্রবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, বন্ধুর সান্নিধ্যে এসে ইসলামের ব্যাপারে প্রভাবিত হন ২৪ বছর বয়সী ইলোডল মোরেনো। এরপরই ইসলাম সম্পর্কে অনুসন্ধান শুরু করেন তিনি।
আরও পড়ুন: মাকে ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিকের সঙ্গে দেখা করত মেয়ে, মাথা কেটে হত্যা করলেন বাবা
পরে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর প্রাদেশিক মুফতির কাছে মুসলিম হওয়ার জন্য আবেদনও করেন ইলোডল। মুসলিম হিসেবে ধর্মান্তরের অনুষ্ঠানে ইসলামের মূলনীতি সম্পর্কে ইলোডলকে শিক্ষা দেন মুফতি ইসমাইল আইপেক।
এরপর আল্লাহর একত্ববাদে বিশ্বাসের ঘোষণা এবং নবী মুহাম্মদ (সা.)-কে তার রাসূল হিসেবে গ্রহণ করে কালিমা শাহাদাৎ পাঠ করেন ইলোডল। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম হয়েছে ‘সিবেল’।
আইপেক সিবেলকে ‘কনভারসন সার্টিফিকেট’, পবিত্র গ্রন্থ কুরআন এবং ইসলামের বিভিন্ন বই প্রদান করেন।