তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দেশটির বিরোধী প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কেলিকদারোগলোর চেয়ে এগিয়ে আছেন। রোববার (১৪ মে) সকাল ৮টায় তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় ভোট গ্রহণ বন্ধ হয়।
দেশটির সম্প্রচারমাধ্যমে প্রচারিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩৮ দশমিক ৩ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে প্রেসিডেন্ট এরদোয়ান ৫২ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়া তার প্রতিদ্বন্দ্বী কেমাল কেলিকদারোগলো ৪১ দশমিক ৪ শতাংশ, ওগান ৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। যদিও তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে ব্যবধান আরও কমবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য যে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে দেশজুড়ে মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়। নির্বাচনে প্রত্যেক ভোটার দুটি ভোট দিয়েছেন-একটি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এবং অন্যটি পার্লামেন্টের সদস্য নির্বাচনের জন্য। সূত্র : গার্ডিয়ান