স্পোর্টস ডেস্ক: তিন টি-টুয়েন্টির সিরিজ এক ম্যাচ হাতে রেখে সহজেই শ্রীলঙ্কার বিপক্ষে জিতে নিয়েছে ইংল্যান্ড। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচেও একই পথে হাঁটল তারা।
কার্ডিফে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড। স্বাগতিকরা প্রথম ম্যাচটা জিতেছিল ৮ উইকেটে। ২৬ জুন হোয়াইটওয়াশ এড়ানোর পরীক্ষা সফরকারীদের। বৃহস্পতিবার রাতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১১১ পর্যন্ত যেতে পারে শ্রীলঙ্কা। বৃষ্টিতে ইংল্যান্ডের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৮ ওভারে ১০৩ রান। ১৬.১ ওভারেই যেটি ছুঁয়ে ফেলে ইংলিশরা, ৫ উইকেটে ১০৮ রান তুলে জয় নিশ্চিত করে।
কুশল মেন্ডিস ৩৯, অধিনায়ক কুশল পেরেরা ২১ ও ইশুরু উদানার অপরাজিত ১৯ রানে একশ পেরিয়ে যায় লঙ্কানরা। মার্ক উড ও আদিল রশিদ নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন স্যাম কারেন ও ক্রিস জর্ডান।
জবাব দিতে নেমে জেসন রয় ১৭, জনি বেয়ারস্টো শূন্য, ডেভিড মালান ৪ ও অধিনায়ক ইয়ন মরগান ১১ রানে দ্রুত ফিরে গেলেও বিপদ বাড়েনি। স্যাম বিলিংস ২৪, ম্যাচসেরা লিয়াম লিভিংস্টোন অপরাজিত ২৯ ও স্যাম কারেন অপরাজিত ১৬ রানে সহজ জয় তুলেই মাঠ ছাড়েন।