একদিন আগেই সাকিব আল হাসানকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হন তাইজুল ইসলাম। রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের ম্যাচে দ্রুততম ২৫০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাঁ হাতি এই স্পিনার। মাত্র ৫৭তম টেস্টে ২৫০ উইকেট শিকারের মধ্য দিয়ে শ্রীলঙ্কান কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক স্পিন কোচ রঙ্গনা হেরাথের পাশে নাম লেখালেন তিনি।
শুধু তাই নয় পাকিস্তানি ডান হাতি লেগস্পিনার দানেশ কানেরিয়াও ৫৭তম টেস্টে ২৫০ উইকেট পেয়েছিলেন। সব মিলিয়ে তাদের ওপরে আছেন ৪ স্পিনার। যদিও তাদের কেউ ডান হাতি অফব্রেক কিংবা লেগস্পিনার। তবে বাঁ হাতি স্পিনারদের মধ্যে রাজত্বটা কেবলই তাইজুল-হেরাথের দখলে। এই অর্জনের পর তাইজুলকে অভিনন্দন জানিয়েছেন সাকিব। পাশাপাশি তার নামের পাশে ৪০০ উইকেট দেখতে চান সাবেক এই অধিনায়ক। আয়ারল্যান্ডের সঙ্গে মিরপুর টেস্টের চতুর্থ দিনে ৩ উইকেট শিকার করেছিলেন তাইজুল। তখন টেস্টে তার উইকেট ছিল ২৪৯টি। রবিবার পঞ্চম দিনে অ?্যান্ডি ম?্যাকব্রাইনকে এলবিডব্লিুউর ফাঁদে ফেলে মাইলফলক পূর্ণ করেন ৩৩ বছর বয়সী এই তারকা। আম্পায়ার আউট দিলেও আইরিশ ব্যাটার রিভিউ নিয়েছিলেন, আম্পায়ার্স কলের সুবাদে সফল তাইজুল। তিনি ভাঙলেন কার্টির ক্যাম্ফার-ম্যাকব্রাইনের ২৬ রানের জুটি।
সব মিলিয়ে টেস্টে দ্রুততম ২৫০ উইকেট শিকারের রেকর্ডটি ভারতীয় তারকা রবীচন্দ্রন অশ্বিনের। তিনি মাত্র ৪৫ টেস্টে ওই বিশ্বরেকর্ড গড়েন। অশ্বিন ছাড়া বাকিরা হলেনÑ মুত্তিয়া মুরালিধরন (৫১), শেন ওয়ার্ন (৫৫), অনিল কুম্বলে (৫৫)। ৫৭তম টেস্টে ২৫০ উইকেট পাওয়া বোলারের সংখ্যা ৬ জন। তাদের ওপরে আছেন ১৫ জন। এর আগে তাইজুল এই টেস্টেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিবকে ছাড়িয়ে যান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক গত বছর কানপুরে ভারতের বিপক্ষে তার টেস্ট ক্যারিয়ারে শেষ ম্যাচ ৭১তম খেলেছিলেন। তার চেয়ে ১৪ টেস্ট কম খেলেই সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন তাইজুল। ২০১৩ সালের নভেম্বরে আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন সাকিব। সেই রেকর্ড তার ছিল টানা এক যুগ। বর্তমান ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ (২১০) অনেকটা পেছনে বলে তাইজুলের রাজত্বও দীর্ঘায়িত হওয়ার কথা। এ মাইলফলক স্পর্শের ঘটনায় তাইজুলকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্টাটাসে এই বার্তা পাঠিয়েছেন তিনি। সাকিব লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল। ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট দেখতে চাই। শুভকামনা।’
বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড গড়ার আগেই অবশ্য সাকিবকে সম্মান জানিয়েছিলেন তাইজুল। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘সাকিব দেশের জন্য অনেক কিছু করেছেন, বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া কাকতালীয় নয়। তার পরামর্শ ও অভিজ্ঞতা দলের জন্য সবসময় সহায়ক ছিল।’
মিরপুর টেস্টটি বাংলাদেশ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের শততম টেস্ট। বিশেষ এই টেস্টে রেকর্ড গড়া তাইজুলকে অভিনন্দন জানিয়েছেন মিস্টার ডিপেন্ডবল। ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘টেস্টে দেশের সর্বোচ্চ উইকেট… অভিনন্দন তাইজুল। আরও আসছে, ইনশাআল্লাহ।’
তাইজুলের ৪শ’ উইকেট চান সাকিব
খেলা
6,524 Views

