সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক, আজনিউজ২৪: তসলিমা যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ভোম্বল’ (মোটা) বলে সম্বোধন করেছেন। এর আগেও বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা বিভিন্ন সময় ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের প্রতিবাদ করেছেন। যে কারণে হয়তো তিনি মনেপ্রাণে বাইডেনের জয় চান।
এ নিয়ে সামাজিকমাধ্যমসহ সর্বত্র চলছে জোর আলোচনা-সমালোচনা। ব্যক্ত করছেন তাদের নিজস্ব মতামত। বির্তকিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনও এই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে তসলিমা লিখেছেন, ‘বাইডেন না জিতলে মুশকিল। ভোম্বলটা আরও সব্বনাশ করবে।’
উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় ভোর পাঁচটার (বাংলাদেশ সময় বিকাল ৪টা) থেকে মার্কিন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এরই মধ্যে প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গত একশো বছরের মধ্যে আগাম ভোটের ক্ষেত্রে একটা রেকর্ড। ইতোমধ্যেই আমেরিকায় পরিচালিত এক জরিপে জো বাইডেন বেশ এগিয়ে আছেন। কিন্তু যেসব রাজ্যের ভোটের ফলাফলে নির্বাচনের ফলাফল নির্ভর করতে পারে, সেসব রাজ্যে উভয়ের অবস্থান বেশ কাছাকাছি।