বান্দরবান থেকে মোঃ ইউছুপ মজুমদার: বান্দরবানের সকল উপজেলায় বিষের চারা রোপন করছে পুঁজিবাদী কোম্পানীগুলো।শীতের শুরুর দিকে এখানে তামাকের চাষ শুরু হয়। তামাক চাষের ব্যাবস্থাপনার কারনে বেশ কয়েকটি নামি দামী ট্যোবাকো কোম্পানি গুলো এখানে কৃষকদের লোনের সুবিধা দেখিয়ে স্থানীয় কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে।
জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভার বিভিন্ন স্থানে চাষযোগ্য প্রায় সমস্ত ফসলী জমিতে চলছে মরণব্যাধি ক্যান্সারেরমত রোগের বিষবৃক্ষ তামাকের চাষ। এ চাষের জন্য কোম্পানীগুলোর পক্ষ থেকে আগে ভাগেই অর্থ, সার, বীজ, পলিথিন, কীটনাশকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা চাষিদের প্রদান করা হয়েছে। অনেকটা লোভেফেলেই গরীব চাষীদের তামাক চাষে উৎসাহিত করা হয়।
রেজিষ্ট্রেশনভূক্ত এসব চাষী মৌসুম শুরুর আগেই চড়া মূল্যে ফসলি জমিগুলো অগ্রিম লাগিয়ত নেওয়ায় বিপাকে পড়েছেন সবজি চাষিরা।
স্থানীয় কৃষক মো:জয়নাল জানান ১ একর প্রতি ট্যোবাকো কোম্পানিগুলো আমাদের ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দেন, প্রথম ধাপে চারা রোপনের সময় এবং ২য় ধাপে জমিতে সার প্রয়োগের সময় সার বাবতও টাকা দিয়ে থাকে।
সমীক্ষায় উঠে আসে এতে ৬-৭ মাস মাঠে কৃষকের পুরো পরিবারের অক্লান্ত পরিশ্রমের ফলে এক সাথে তারা টাকাটা হাতে পাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই ৬-৭ মাসের মধ্যে ঐ কৃষকের পরীবারের সদস্যরা তামাক পাতার পরিচর্যা ও চাষে বিসাক্ত রাসায়নিক কিটনাসকের প্রত্যক্ষ ব্যাবহারের সাথে জড়িত থাকায় তারা নানা রকম শারীরিক সমস্যার সমুক্ষিণ হচ্ছেন।
কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান, গত সপ্তাহের প্রতিবেদন অনুসারে চলতি মৌসুমে উপজেলায় ৬৮০ হেক্টর অর্থাৎ ১ হাজার ৬’শ ৭৯ একর জমিতে তামাকের চাষ করা হয়েছে।তবে রেজিস্ট্রেশনকৃত চাষীর সংখ্যা ও জমির পরিমাণ প্রকৃত কত তা কৌশলগত কারণে এড়িয়ে যাচ্ছে কোম্পানীগুলো।ধারণা করা হচ্ছে এর পরিমান আরও বেশি হতে পারে।
তামাক চাষের ফলে মাটির উর্বরতা নষ্ট ও পরিবেশের মারাতক ক্ষতি হয় বলে মতামত পরিবেশবাদীদের।এছাড়া চিকিস্যৎকদের মতে তামাকজাত দ্রব্য সেবনের ফলে ফুসফুসের মরণব্যাধি ক্যান্সারসহ নানান স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানব দেহ।সব কিছু ঠিক থাকলে আগামী মার্চ এপ্রিল মাসের দিকে রোপীত তামাকের নীল বিষে আক্রান্ত হবে এলাকার পরিবেশ । উৎপাদিত এসব তামাকের দ্রব্য সারাদেশে ছড়িয়ে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে মানুষকে।
উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.মহি উদ্দিন মাজেদ চৌধুরী বলেন,তামাকজাত দ্রব্য সেবনে ফুসফুস,মুখগহবর,খাদ্যনালীতে প্রাণঘাতী ক্যান্সার ও মুখ,খাদ্যনালী এবং শ্বাসতন্ত্র দীর্ঘ মিয়াদী সিওপিডি রোগে আক্রন্ত হয়।