অনেক দিন পর বড় পর্দায় ফিরছেন বিজয় দেবারকোন্ডা। ৩১ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘কিংডম’। মুক্তির আগে ভারতজুড়ে সিনেমার প্রচারে ব্যস্ত অভিনেতা; কিন্তু এর মধ্যেই হঠাৎ দুঃসংবাদ। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো এই দক্ষিণি তারকাকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন এই অভিনেতা। চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।
বিজয়ের পাশে রয়েছেন পরিবারের সদস্যরা। এ ছাড়া সিনেমার টিমের পক্ষ থেকেও নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। গৌতম তিন্নানুরি পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবির পটভূমি নির্ধারিত হয়েছে স্বাধীনতা-উত্তর শ্রীলঙ্কার সিংহলি-তামিল সংঘাতকে কেন্দ্র করে। শরণার্থী–সংকটকে ঘিরেই গড়ে উঠেছে ছবির কাহিনি। প্রথমে ৩০ মে মুক্তির কথা থাকলেও একাধিক কারণে তা পিছিয়ে ৪ জুলাই, পরে আবার ৩১ জুলাই নির্ধারিত হয় মুক্তির তারিখ।
ছবির মুক্তি পেছানোর বড় একটি কারণ ছিল ভারত-পাকিস্তান সীমান্তে বেড়ে যাওয়া উত্তেজনা, বিশেষ করে গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর থেকেই ছবির নির্মাতারা নতুন করে ভাবতে বাধ্য হন সিনেমা মুক্তির কৌশল নিয়ে।
তবে এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও ‘কিংডম’ ঘিরে দর্শকের আগ্রহে ভাটা পড়েনি। ছবিতে বিজয়ের পাশাপাশি আছেন ভাগ্যশ্রী ও সত্যদেব।