এডুকেশন ডেস্ক: বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১৪ ও ১৫ জানুয়ারির শতবর্ষের মিলন মেলা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সোমবার (১০ জানুয়ারি) অ্যাসোসিয়েশনের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ।
এ কে আজাদ বলেন, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা ও সরকারের বিধিনিষেধের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে মিলনমেলার নতুন তারিখ জানিয়ে দেয়া হবে। এখন পর্যন্ত ১১ হাজার সদস্য নিবন্ধন করেছেন।
২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’র রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়।