রাজধানী ডেস্ক, এইউজেডনিউজ২৪ঃ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার) এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি)। তারা দু’জন একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ূন এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে কুদ্দুস আফ্রাদ ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর দিকে সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ আলম খান তপু ৪৭৫ ভোট পেয়ে জয় পেয়েছেন।
নির্বাচিত অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি এম এ কুদ্দুস (৬৭৮ ভোট), যুগ্ম সম্পাদক খায়রুল আলম (৭৬৯ ভোট), কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম (৬৯৩ ভোট), সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ (৬৫৮ ভোট), প্রচার সম্পাদক আসাদুজ্জামন (৬৩৯ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান (৫৩৭ ভোট), জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী (৫১৩ ভোট) এবং দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী (৬১৬ ভোট)।