ইসলাম ও ধর্ম ডেস্ক, এইউজেডনিউজ২৪: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা দু’জনের করোনা পজিটিভ ছিল। বাকি ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
গত একদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়েছে বলে রোববার (১২ জুলাই) মর্গ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন করোনা পজিটিভ ছিল। বাকি ১০ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ঢাকার রোজিনা আক্তার (৪৬) ও ময়মনসিংহের ইয়াসিন আলী (১২)।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৩৫২ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে।সূত্র: জাগোনিউজ ও দেশে বিদেশে