হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: ঢাকা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে করোনা সন্দেহে ভর্তি দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনার সন্দেহ থাকায় মৃতদের রক্তের নমুনা আইইডিসিআরএ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুজনেরই মৃত্যু হয়। ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির বলেন, সম্প্রতি করোনার কয়েকটি উপসর্গসহ বেশ কিছু রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন এই দুজন। পরবর্তীতে করোনার উপসর্গ থাকায় তাদের আইসোলেশনে রাখা হয়। গতকাল সেখানেই দুজনের মৃত্যু হয়।
বর্তমানে দুজনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। তাদের নমুনা আইইডিসিআরএ পাঠানো হয়েছে। সূত্র : সময় টিভি