আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, আজনিউজ২৪: গতকাল রবিবারের মতো আজও ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবাহওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এছাড়া এ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৫ দশমিক ৭০ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। আজ সকালে ঢাকায় হালকা কুয়াশা ছিল। সূর্যের দেখাও মিলেছে।
সূ্ত্র: কালের কণ্ঠ