এডুকেশন ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ৫ নভেম্বর (শনিবার) প্রাণবন্ত শিক্ষা কাঠামোতে ক্লাস পরিচালনার জন্য শিক্ষকদের জন্য এক বিশেষ কর্মশালা আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ‘হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ইনস্টিটিউট’র (এইচআরডিআই) আয়োজনে এবং ‘এজাইল ইন ইডুকেশন ইউএসএ’- এর সহযোগিতায় আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে এ কর্মশালার আয়োজন করা হয়। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নেহরিন মাজেদ এ কর্মশালা করেন।
এইচআরডিআই পরবর্তী প্রজন্মের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে ডিআইইউ’র শিক্ষকদেও জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করে; যা বর্তমান শিক্ষা পদ্ধতি ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ঘটাতে সাহায্য করে। শিক্ষার মাধ্যম প্রাণবন্ত হলে শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণের উৎসাহ বাড়ায় এবং শিখন সংস্কৃতির পরিবর্তন করে। ক্লাসরুমের শিক্ষাদানের পদ্ধতি উন্ন্য়ন ও শিক্ষার্থীদের জন্য মনস্তাত্তিকভাবে আনন্দের সাথে শিক্ষা গ্রহণের পরিবেশ তৈরি করা গেলে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে আয়োজকরা মনে করেন। এজন্য প্রাণবন্ত শিক্ষা পদ্ধতি একজন বিশেষজ্ঞ ও প্রশিক্ষক ড. নেহরিন মাজেদকে আমন্ত্রণ জানানো হয় এই বিশেষ কর্মশালা পরিচালনা করার জন্য।
আমাদের গতানুগতিক শিক্ষা প্রদান পদ্ধতিকে পরিবর্তন করে কিভাবে ও কোন পদ্ধতিতে ক্লাসরুম পরিচালনা করা যেতে পারে সেই সম্পর্কে সম্যক ধারণা দেয় ড. নেহরিন। শুধুমাত্র ক্লাসরুমে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিশ্বের অন্যান্য সংস্কৃতি ও উন্নত ব্যবস্থপনায় পরিচর্যা করার বিভিন্ন দিক আলোকপাত করা হয় এই বিশেষজ্ঞের ২ঘন্টা ব্যাপি কর্মশালায়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর ও অন্যান্য শিক্ষকবৃন্দরাও স্বতঃস্ফূর্তের সাথে এই কর্মশালায় অংশগ্রহণ করে। তারা নিজেরাও এই শিক্ষা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মানবিক ও দক্ষ মানবশক্তিতে পরিণত করার আগ্রহ প্রকাশ করেন।