জুলাই বিপ্লবের ট্রমার মধ্যেও সাফল্য ধরে রেখেছে ঢাকার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানটির ৬৩৫জন শিক্ষার্থী এবার এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন। মোট পাস করেছেন ১৪৪২জন। পাসের হার ৯৪ দশমিক ৬৮ শতাংশ, যা রীতিমতো ঈর্ষণীয়।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজটি রাজধানীর ডেমরায় অবস্থিত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার তাদের মোট ১৫২৩ শিক্ষার্থী এসএসসিতে অংশ নেন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬১৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ জন এবং মানবিক বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। অন্যদিকে ইংলিশ ভার্সন থেকে অংশ নেওয়া ৭৯ জনের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন ৭২ জন।
শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে এ বছর মেয়েদের থেকে জিপিএ ফাইভ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেরা এগিয়ে আছে বলে জানানো হয়েছে। শিক্ষার্থীদের এমন অভাবনীয় ফলাফলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল ধন্যবাদ জানিয়েছেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা প্রতিক্রিয়ায় বলেন, ‘চলতি বছরের এসএসসি পরীক্ষা বিগত সময়ের তুলনায় অবশ্যই কঠিন ও ব্যতিক্রম ছিল। কেবল মেধাবী শিক্ষার্থীরাই এ বছরের এসএসসি পরীক্ষায় ভালো করতে পেরেছে। আমাদের শিক্ষার্থীরা বিগত সাফল্যের ধারায় এ বছরও সন্তোষজনক ফল অর্জন করেছে। তারা সত্যিই মেধাবী ও মনোযোগী।’
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের ট্রমা অনেক শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার করায় ইচ্ছা থাকা সত্ত্বেও সব শিক্ষার্থী এ বছর পরীক্ষায় ভালো করতে পারেনি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বরাবরই ভালো ফলাফল করে আসছে। ২০১৫ সালে ঢাকা বোর্ডে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করায় এসএসসিতে প্রথম স্থান অধিকার করে। তার আগে ২০১২ সালে হয়েছিল দ্বিতীয়। কলেজ শাখাও প্রতিষ্ঠার পর থেকে ভালো ফলাফল করে আসছে।
এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের চেষ্টার সঙ্গে শিক্ষকদের সহযোগিতার কথা তুলে ধরেন প্রতিষ্ঠান প্রধান মো. মাহবুবুর রহমান মোল্লা।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এখানে শিক্ষকতা করেন। তারা আন্তরিকতার সঙ্গে পাঠদান করান। শিক্ষার্থীরাও আনন্দের সঙ্গে পড়ালেখার সুযোগ পায়। এছাড়া এখানে সহশিক্ষা তথা ক্লাবভিত্তিক শিক্ষাব্যবস্থাও চালু আছে।’