ঈদের পর আবার কমছে নাটকের দর্শক। সে বার্তাই দিচ্ছে ইউটিউব ট্রেন্ডিং। ইউটিউবের শীর্ষ ৫০ গত মাসে যেখানে ৩০টির বেশি নাটক জায়গা করে নিয়েছিল, সেখানে এবার ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে মাত্র ৭টি নাটক। এই নাটকগুলো ঈদ উপলক্ষে প্রচারিত হয়।
ট্রেন্ডিংয়ের শীর্ষ ১৩ নম্বর পর্যন্ত জায়গা দখল করে রেখেছে রিলস ভিডিওগুলো। ১৪ নম্বর তালিকায় জায়গা পেয়েছে নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’–এর দ্বিতীয় পর্ব। নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। একদল ব্যাচেলরের নানা হাস্যরসের গল্প নিয়েই নাটকটি। বিভিন্ন সময় ভিউয়ে শীর্ষে থাকলেও এবার ৫ দিনে নাটকটির এই পর্বের ভিউ মাত্র ৩৪ লাখ। শুধু নাটকের মধ্যে শীর্ষে রয়েছে এটি। এতে অভিনয় করেছেন, মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা প্রমুখ। এরপর নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় নম্বরে রয়েছে ‘নিয়তির খেলা’ নাটকটি। চাকরি বেকারত্ব ও নারীর সংগ্রাম উঠে এসেছে এই নাটকের গল্পে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শায়লা সাথী। তাঁর সহশিল্পী রাফসান ইমতিয়াজ। এটি পরিচালনা করেছেন জামরুল রাজু। এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ১৬ নম্বরে রয়েছে।
নাটকের মধ্যে ৩ নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে ‘আমার ভাঙা গাড়িতে’। নাটকের জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এটি পরিচালনা করেছেন হামেদ হাসান। প্রেমিকার মন জোগাতে একটি পুরোনো প্রাইভেট কার কেনা হয়। সেই গাড়ি নিয়েই এগিয়ে চলে কমেডি এই নাটকের গল্প। নোয়াখালীর আঞ্চলিক ভাষার নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ২৪ নম্বর রয়েছে। শুধু নাটকের মধ্যে এটি ৩ নম্বরে জায়গা পেয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে ৩১ নম্বরে রয়েছে ‘চলো হারিয়ে যাই’ নাটকটি। জুলাইয়ের শুরুতেই এটি ট্রেন্ডিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছিল। নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকের গল্পে উঠে আসে এমন দুজনের গল্প, যারা কেউ কাউকে চেনে না। কিন্তু তাদের মধ্যে অদ্ভুত একটা মিল আছে। প্রত্যেকেই তাদের সম্পর্ক ও জীবন নিয়ে অসুখী। জীবনের অর্থ খুঁজতে তারা একসঙ্গে ছুটে চলে কক্সবাজারের উদ্দেশে। সেই ভ্রমণেই তারা নিজেকে আবিষ্কার করে নতুনভাবে। এটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। নাটকের মধ্যে ৪ নম্বরে রয়েছে এটি। ঈদের আরেক নাটক ‘মাটির মেয়ে’। প্রচারের পরই এটি আলোচনায় আসে। এটি পরিচালনা করেছেন আর্থিক সজীব। নাটকে প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ের জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। মেয়েটি লেখালেখি করে। নিজেই সে প্রতিষ্ঠা পেতে চায়। সামাজিকভাবে নানা বাধার মুখে পড়তে হয়। সমাজবাস্তবতায় নানা চিত্র তুলে ধরা হয়েছে গল্পে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শায়লা সাথী ও তামিম খন্দকার। এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ৫০–এর মধ্যে ৩৭ নম্বরে রয়েছে। শুধু নাটকের মধ্যে ৫ নম্বরে। ৪৪ নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে নাটক ‘মায়ার সংসার’। এটি পরিচালনা করেছেন জুয়েল হাসান। বিয়ের পর গ্রাম থেকে একটি মেয়ে শহরে আসে। এসেই শ্বশুড়বাড়ির সবার মন জয় করতে সব রকম কাজ করতে থাকে। এতে নিজের ব্যক্তিগত জীবন বলতে কিছুই থাকে না। নারীপ্রধান এই গল্পে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অ্যাথেনা অধিকারী। এটি নাটকের মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে ৬ নম্বরে রয়েছে।
নিলয়–হিমি জুটির আরেক নাটক ‘মাছের মানুষ’ রয়েছে এই ট্রেন্ডিংয়ে ৪৬তম স্থানে। মাছ ব্যবসায়ী বাপ-ছেলের গল্প নিয়েই নাটকটি। ‘মাছের মানুষ’ পরিচালনা করেছেন মহিন খান। নাটকে মাছ বিক্রেতা পরিবারের সবার নাম মাছ দিয়ে। গল্পে রুইতন খানকে দেখা যায় বাবার মাছের দোকানে বসতে। সেখানে ভিডিও করতে আসেন এক তরুণী। তিনি ক্যামেরায় দেখাতে থাকেন, মাছ কীভাবে কিনতে হয়, কীভাবে দরদাম করতে হয়। মাছের দাম করা নিয়েই ভ্লগারের সঙ্গে ঝগড়া হয় তরুণের। এভাবেই শুরু হয় ‘মাছের মানুষ’ নাটকের গল্প। রুইতন চরিত্রে অভিনয় করেছেন নিলয়। ভ্লগার হিমি। জেলে পেশার প্রতি সম্মান জানাতেই এই নাটক। এটি নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ে ৭ নম্বরে রয়েছে।