ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা দেশটির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকির কড়া সমালোচনা করেছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয়ভাবে সম্প্রচারিত এক ভাষণে লুলা বলেন, এ হুমকি ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল’।
ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি বা সমঝোতা না হলে আগামী ১ আগস্ট থেকে দেশটির ওপর ওই বর্ধিত শুল্ক কার্যকর হবে।
এর আগে গত ৯ জুলাই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ব্রাজিলের ওপর কড়া শুল্ক আরোপ করতে চান। কারণ, হিসেবে বলেন, ব্রাজিলে তাঁর কট্টর ডানপন্থী মিত্র ও সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করা হচ্ছে।
ব্রাজিলের বামপন্থী নেতা লুলা দা সিলভা তাঁর ভাষণে ট্রাম্পের নীতিকে সমর্থনকারী ব্রাজিলের রাজনীতিবিদদেরও সমালোচনা করেন। তাঁদের ‘মাতৃভূমির বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, তিনি বাণিজ্যিক ও কূটনৈতিক সুসম্পর্কের ওপর ভিত্তি করে এগিয়ে যাবেন। তবে তিনি সতর্ক করেন যে ব্রাজিলের একমাত্র মালিক দেশটির জনগণ।
২০২২ সালের নির্বাচনে লুলার কাছে সামান্য ব্যবধানে পরাজিত হওয়ার পর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ ওঠে। এ অভিযোগে বর্তমানে তাঁর বিচার চলছে। দোষী প্রমাণিত হলে তিনি সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড পেতে পারেন।
গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলসোনারোর উদ্দেশে একটি চিঠি পোস্ট করেন ট্রাম্প। তাতে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ব্রাজিল সরকার যেন তাঁর রাজনৈতিক মিত্রকে আক্রমণ করা বন্ধ করে।
বলসোনারোকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ‘আমি দেখেছি, আপনার সঙ্গে কী ভয়াবহ আচরণ করা হচ্ছে। একটি অন্যায্য শাসনব্যবস্থা কীভাবে আপনার বিরুদ্ধে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘আমি প্রকাশ্যে ও শুল্কনীতির মাধ্যমে কঠোরভাবে এর বিরোধিতা করেছি।’ এ সময় ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প।