রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এসে দুর্দান্ত এক শতকের দেখা পেলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। তার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড নেয়ার স্বপ্ন দেখছে টাইগাররা। গত বুধবার শুরু হওয়া টেস্টের চতুর্থ দিনে এসে সেঞ্চুরির দেখা পান তিনি।
শনিবার (২৪ আগস্ট) সালমান আঘার বলে দুই রান নিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি উদযাপন করেন মুশফিক। এটি ছিল পাকিস্তানের বিপক্ষে মুশফিকের প্রথম টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরির দেখা পেতে তিনি ২০০ বল খেলেন।
পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। এর আগে স্বাগতিকদের বিপক্ষে হাবিবুল বাশার করাচি টেস্টে করেছিলেন ১০৮ রান এবং জাভেদ ওমর বেলিম পেশোয়ারে করেছিলেন ১১৯ রান।
প্রথম ইনিংসে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান তুলে পাকিস্তান ইনিংস ঘোষণা করলে রাওয়ালপিন্ডিতে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের কল্যাণে সেখান থেকে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। যেখানে বড় অবদান মুশফিকুর রহিমের। সেঞ্চুরি করে অপরাজিত আছেন তিনি। তবে আগের দিন সেঞ্চুরির কাছাকাছি গিয়েও নার্ভাস নাইটিজের শিকার হন ওপেনার সাদমান ইসলাম। তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার থেকে ৭ রান দূরে থাকতে বিদায় নেন তিনি।
চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ৩৮৯ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও পাকিস্তানের চেয়ে ৫৯ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। হাতে আছে ৪ উইকেট। মুশফিক ১০১ ও মিরাজ ১৭ রানে অপরাজিত আছেন।