দিনের আলো কমে আসছে, দ্বিতীয় নতুন বলের তখন বাকি ১ ওভার। টম ল্যাথাম বল তুলে দিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রস টেলরের হাতে। হ্যাগলি ওভাল উল্লাসে মাতল তাতেই। ১১২ টেস্টের ক্যারিয়ারে মাত্র অষ্টম ইনিংসে বোলিং করতে এলেন টেলর। ২০১৩ সালে সর্বশেষ বোলিং করেছিলেন বাংলাদেশের বিপক্ষেই। তৃতীয় বলে ইবাদত হোসেন তুলে মারতে গেলেন তাঁকে, উঠল ক্যাচ। ক্যাচ নিলেন ল্যাথাম, টেলর পেলেন ক্যারিয়ারের তৃতীয় উইকেট। টেলরের ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারের শেষটা হলো রূপকথার মতো, লিটন দাসের দারুণ এক শতক ছাপিয়ে নিউজিল্যান্ড জিতল ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে। ২ ম্যাচের সিরিজ স্বাগতিকেরা ড্র করল ১-১ ব্যবধানে।
ক্রাইস্টচার্চে তৃতীয় দিন সকালটা বাংলাদেশের জন্য ছিল একটু প্রতিরোধ গড়ার, তবে তারা হারিয়েছিল ২ উইকেট। দ্বিতীয় সেশনে নিল ওয়াগনারের তোপে আরও ৩ উইকেট হারানোর পর ইনিংস পরাজয় মনে হচ্ছিল সময়ের অপেক্ষা। তবে শেষ সেশনে লিটন খেললেন দুর্দান্ত এক ইনিংস, নুরুল হাসানের সঙ্গে তাঁর শতরানের জুটি অপেক্ষায় রাখল নিউজিল্যান্ডকে। দারুণ প্রতি-আক্রমণে এরপর লিটন করলেন দেশের বাইরে প্রথম শতক, তবে তৃতীয় দিনই বাংলাদেশের ইনিংস পরাজয় আটকাতে পারেননি তিনিও। টেলরের ওই উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৭৮ রানে।