কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি ১৮টি অস্ত্র ও বিপুল সংখ্যক ইয়াবা। পুলিশের দাবি, তারা ডাকাত দলের সদস্য। মধ্যরাতে হ্নীলা এলাকার রঙিগালি নামের পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযানে গেলে ডাকাতরা পুলিশকে ল্য করে গুলি চালায় বলেও জানায় পুলিশ। এতে পুলিশের পাঁচজন সদস্য আহত হয়। পরে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে তিন ডাকাত নিহত হয়। আহত পুলিশ সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আর তিন ডাকাতের মরদেহ পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। সূত্র : এটিএন বাংলা ও চ্যানেল ২৪
টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত। দেশি-বিদেশি ১৮টি অস্ত্র ও বিপুল ইয়াবা উদ্ধার
চট্টগ্রাম
0 Views