স্পোর্টস ডেস্ক :সেন্ট লুসিয়া থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সুমুদ্রপথে আটলান্টিক পাড়ি দিয়ে ডোমিনিকায় গিয়েছে বাংলাদেশ দল। তবে প্রথমবার এমন সমুদ্রযাত্রায় বেশ ভড়কেই গিয়েছে অধিকাংশ ক্রিকেটার।
বাংলাদেশ দলের এই যাত্রা শুরু হয় বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে। সেন্ট লুসিয়া থেকে মার্টিনেক হয়ে ডোমিনিকায় যান টাইগাররা। পাঁচ ঘণ্টার এই জার্নিতে পাড়ি দিয়েছেন ১৭৩ কিলোমিটার পথ। সমুদ্রের হিসাব ধরলে ৭৭ নটিক্যাল মাইল।
সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস ফেরি টার্মিনাল থেকে এদিন সকাল ৭টায় মার্টিনেকের উদ্দেশে রওনা দেয় পার্লে এক্সপ্রেসের ফেরি। নিয়মিতি যাতায়াত করে এই ফেরিতে করেই ডোমিনিকার উদ্দেশে পথ ধরেন টাইগাররা। বাংলাদেশ দলের যাত্রাটা দারুণভাবে শুরু হলেও কিছু সময় পর যেন সব থমকে যায়।
টাইগারদের বহনকারী পার্লে এক্সপ্রেস যখন মাঝ আটলান্টিকায় তখনই ৬–৭ ফুট উচ্চতার ঢেউয়ে ভয় পেয়ে যায় টাইগাররা। অনেক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েন, কেউ কেউ বমিও করেন। চলুন ছবিতে দেখে নেই বাংলাদেশ দলের ভয়ঙ্কর সমুদ্রযাত্রা :
সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস ফেরি বাংলাদেশ দল টার্মিনালে আসে স্থানীয় সময় ভোরে। (ছবি : সংগৃহীত)
ধারাভাষ্যকার আতহার আলী খানের সেলফিতে বন্দি সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। (ছবি : সংগৃহীত)
ফেরি যাত্রা শুরুর পরই তাইজুল-সাকিবের সঙ্গে সেলফি তুলেন সাবেক এই ক্রিকেটার। (ছবি : সংগৃহীত)
ভয়ে-আতঙ্কে টাইগাররা। (ছবি : সংগৃহীত)
অসুস্থ হয়ে এক পর্যায়ে বমি করেন অনেক ক্রিকেটার। (ছবি : সংগৃহীত)
অসুস্থ হয়ে শুয়ে আছেন নাসুম। (ছবি : সংগৃহীত)