স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আর সেই সাথে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে দলটি। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে নিউজিল্যান্ডকে পাত্তাই দিলো না পাক ক্রিকেটাররা।
এর আগে হারিস রউফের বোলিং তাণ্ডবে নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে রাখতে সক্ষম হয় পাকিস্তান। অথচ শুরুতে কিউই ব্যাটারদের শুরুটা ছিল দুর্দান্ত। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ড্যারিয়েল মিশেল ও ডেভন কনওয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে কিউইরা ১৩৪ রান সংগ্রহ করে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) শারজাহর আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫.২ ওভারে স্কোরবোর্ডে ৩৬ রান যোগ করেন দুই কিউই ওপেনার গাপটিল ও মিশেল। ব্যক্তিগত ১৭ রানে গাপটিলকে হারিস বোল্ড করলে জুটি ভাঙে। অধিনায়ক উইলিয়ামসন দ্বিতীয় উইকেটে মিশেলকে নিয়ে ১৮ রানের জুটি গড়েন। দলীয় ৫৪ রানে মিশেল ইমাদের শিকারে পরিণত হন।
তৃতীয় উইকেট হিসেবে নিশামকে ফেরান মোহাম্মদ হাফিজ। তখন দলীয় রান ৫৬। উইলিয়ামসন দলীয় স্কোর ৫৬ থেকে ৯০ তে নিয়ে যান কনওয়েকে নিয়ে। নিজের ভুলে রানআউটের ফাঁদে পড়েন উইলিয়ামসন। কনওয়েকে দলীয় ১১৬ রানে বাবরের ক্যাচ বানিয়ে ফেরান হারিস। ম্যাচে এটি তার দ্বিতীয় উইকেট।
দলীয় ১১৬ রানে ৬ষ্ঠ উইকেট হিসেবে ফিলিপস হারিসের বলে হাসান আলীকে ক্যাচ দিয়ে ফেরেন। এর মধ্য দিয়ে ম্যাচে হারিস তার তৃতীয় উইকেট তুলে নেন। সপ্তম উইকেটে শাহিন আফ্রিদি টিম সেইফার্টকে দলীয় ১২৫ রানে হাফিজের ক্যাচ বানান। আগের ম্যাচে ৩ উইকেট পাওয়া আফ্রিদি এদিন মাত্র এক উইকেট পান। ২০তম ওভারের শেষ বলে মিচেল স্যান্টনারকে বোল্ড করে ম্যাচে চতুর্থ উইকেট তুলে নেন রউফ।
পাকিস্তানের হয়ে হারিস রউফ ৪টি, আফ্রিদি, ইমাদ ও হাফিজ প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।