স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচে হতাশাজনক হারের পর জয়ের খোঁজে রয়েছে বাংলাদেশ। একই দশা ওয়েস্ট ইন্ডিজেরও। জয় পেতে মরিয়া তারাও। এ অবস্থায় এই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার (২৯ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে তারা। এবার উইন্ডিজের কাছে হারলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে টাইগারদের।
একই অবস্থা ক্যারিবীয়দেরও। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে তারা। এতে প্রিয় সংস্করণের বিশ্বমঞ্চে সেমির আগেই ছিটকে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাদের।
সুতরাং দ্বিতীয় ফাইনালের আশা টিকিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই দুই দলেরই। এক্ষেত্রে ২০০৭ বিশ্বকাপে কোয়ালিফাইং রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া জয় বাংলাদেশকে উদ্বুদ্ধ করতে পারে।
টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা ব্যাটিং নিয়ে হতাশ। যে কারণে শুরুটা শুভ করতে পারিনি। আমাদের পুনরায় মূল্যায়ন দরকার। সুপরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।’
দলে দারুণ সব পাওয়ার হিটার থাকা সত্ত্বেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে তাদের অপ্রস্তুত ও অগোছালো দেখিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্যারিবীয়দের হারানোর এটাই ভালো সুযোগ বাংলাদেশের। যদিও ধারাবাহিকতার অভাব রয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।
এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের হার ভালো। ১২ ম্যাচে পাঁচটিতে জিতেছে টাইগাররা। হেরেছে ছয়টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
এদিকে, বাংলাদেশ ম্যাচের আগে ইনজুরি হানা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলে। ডান পায়ের চোটে ছিটকে গেছেন বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়। অবশ্য এই পেসারের চোটে এক প্রকার ভালোই হলো ক্যারিবীয়দের। ম্যাককয়ের জায়গায় অভিজ্ঞ জেসন হোল্ডার ডাক পেয়েছেন দলে। এই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে শক্তি বাড়াবে দলের।
২৪ বছর বয়সী এই পেসার কবে ও কিভাবে চোট পেয়েছেন, তা অবশ্য জানানো হয়নি। তবে গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি তিনি। এবার আনুষ্ঠানিক বিবৃতিতেই ম্যাককয়ের ছিটকে যাবার খবর নিশ্চিত করা হয়।
হোল্ডার রিজার্ভ হিসেবে দলের সঙ্গেই ছিলেন। এবার মূল দলে যোগ দিলেন। বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি লাগে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হোল্ডারকে বদলি নেওয়ার অনুমোদন দিয়েছে টেকনিক্যাল কমিটি।