স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ানদের জার্সি গায়ে মোটে নয়টি টেস্টে প্রতিনিধিত্ব করেছেন রাকিম কর্নওয়াল। বেশ কিছু লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টি লিগ ম্যাচ খেললেও জাতীয় দলে সাদা বলে অভিষেক হয়নি ২৯ বছর বয়সের দীর্ঘদেহি ও স্থুল এই অলরাউন্ডারের। এবার নিশ্চিতভাবে উইন্ডিজ বোর্ডকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করলেন কর্নওয়াল।
কেননা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ৯১ রানের ইনিংস খেলার পরে ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি প্রতিযোগিতা আটলান্টা ওপেনে তাণ্ডব চালিয়েছেন তিনি। তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। তার তাণ্ডবে ভর করে আটালান্টা ফায়ার ১ উইকেটে সংগ্রহ করে ৩২৬ রান।
ম্যাচে উদ্বোধন করতে নেমে কর্নওয়াল ৭৭ বলে করেন ২০৫ রান। যেখানে রযেছে ২২টি ছক্কা এবং ১৭টি চারের মার। এর মধ্যে বাউন্ডারি থেকেই তুলেছেন ২০০ রান। অর্থাৎ বাকি ৩৮ বলের মুখোমুখি হয়ে মাত্র পাঁচটি সিঙ্গেল নিয়েছেন তিনি।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে কর্নওয়ালই প্রথম ডাবল সেঞ্চুরিয়ান নন। এর আগে ২০২১ সালে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ঐতিহাসিক রেকর্ড গড়েন ভারতের সুবোধ ভাটি। সুবোধ ভারতের দিল্লি একাদশের হয়ে সিম্বার বিরুদ্ধে একটি ক্লাব ক্রিকেটের ম্যাচে এই রেকর্ড গড়েন। ১৭টি চার ও ১৭টি ছয়ের সাহায্যে মাত্র ৭৯ বলে ২০৫ রান করেন সুবোধ।
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ব্যক্তিগত সবচেয়ে বেশি রানের রেকর্ড আছে অ্যারন ফিঞ্চের দখলে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭২ রান করেছিলেন তিনি। আর আইপিএলে কোনও ইনিংসে সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৭৫ রান করেছিলেন তিনি।