আইন ও আদালত ডেস্ক :করোনাভাইরাসের টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় আইনজীবীদের যুক্ত করতে রুল জারি করা হয়েছিল। এ রুলের ওপর আজ রবিবার (২৭ জুন) শুনানি হবে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার এই দিন ধার্য করেন।
এছাড়া ওইদিন করোনার টিকা সম্পর্কিত সর্বশেষ তথ্য রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারের কাছে জানতে চান হাইকোর্ট। আদালত তাঁকে বলেন, ‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে, তা হলো, এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া চলছে। আপনি স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে টিকা নিয়ে কথা বলবেন। রবিবার আমাদের জানাবেন।’