স্পোর্টস ডেস্ক: টানা ব্যর্থতার দায় নিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জো রুট। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৭ সালে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব পান রুট। তার অধীনে ইংল্যান্ড খেলেছে ৬৪ ম্যাচ। রুটের অধীনে ইংল্যান্ড জয় পেয়েছে ২৭ ম্যাচে, হেরেছে ২৬ ম্যাচে। জয় আর হারের সংখ্যাতেও অধিনায়ক রুট অনন্য।
আরও পড়ুন: হলুদ পাঞ্জাবি পরে কামিন্স, ফিঞ্চদের বর্ষবরণ উদযাপন
টেস্ট ইতিহাসে এমন টানা ব্যর্থতা ইংল্যান্ডকে কখনো দেখতে হয়নি। টেস্ট ক্রিকেটের সবচেয়ে অভিজাত দলটির এই করুণ অবস্থা দেখে সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা ক্ষেপে গিয়েছিলেন। মূলত তীব্র সমালোচনার মুখেই অবশেষে সরে দাঁড়াতে হলো রুটকে। ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর টানা ৫ বছর নেতৃত্ব দিয়েছেন তিনি।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে ইংলিশ ক্রিকেট রুট-যুগের অবসান ঘটলো। রুট বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর আমি ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল এটা। কিন্তু আমি আমি পরিবার ও কাছের মানুষজনদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছি। আমি জানি এটাই সঠিক সময়। ‘
রুট ইংল্যান্ড টেস্ট দলকে সবচেয়ে বেশি ম্যাচে (৬৪) নেতৃত্ব দেওয়ার রেকর্ডের মালিক। সেই সঙ্গে ইংলিশদের সবচেয়ে বেশি জয় (২৭) এনে দেওয়া অধিনায়কও তিনি। তার নেতৃত্বে ২০১৮ সালে ঘরের মাঠে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে ভারতকে পরাজিত করেছিল। এরপর দক্ষিণ আফ্রিকায় ৩-১ ব্যবধানে জয় রুটবাহিনী। ২০১১ সালের পর শ্রীলঙ্কার মাটিতে (২০১৮ সালে) টেস্ট সিরিজ জেতা প্রথম ইংলিশ অধিনায়কও তিনি। ২০২১ সালে একই ঘটনার পুনরাবৃত্তিও ঘটে তার নেতৃত্বেই।