আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, আজনিউজ২৪: টানা বৃষ্টি আর উজানের ঢলে আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নাটোরের সিংড়া, নওগাঁর মাদা ও রাজশাহীর বাগমারাসহ বেশকিছু এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেই সঙ্গে ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়।
গত কয়েক দিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে আত্রাই নদীর পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। এতে নদীর দুকূল উপচে তলিয়ে গেছে নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়ি এলাকা।ভাঙনে বাড়িঘর হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে শতাধিক পরিবার।
এদিকে নওগাঁর মান্দা ও রাজশাহীর বাগমারার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বসতবাড়িতে পানি উঠে পড়ায় চরম বিপাকে পড়েছেন বানভাসি মানুষেরা। এছাড়া নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহে অন্তত ২০টি বাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে।
এছাড়া ষষ্ঠ দফা বন্যা আঘাত হেনেছে উত্তরের জেলা কুড়িগ্রামে। বন্যা আর নদী ভাঙনে অসহায় দিন কাটাচ্ছেন কুড়িগ্রামের চর, দ্বীপচর নিম্নাঞ্চল এবং নদীপাড়ের কয়েক হাজার মানুষ। সূত্র: সময় টিভি