টানা বর্ষণের ফলে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে বর্তমানে পানি রয়েছে প্রায় ১০৬ ফুট ওপরে। ফলে রাঙামাটির অন্যতম দর্শনীয় স্থান ‘ঝুলন্ত সেতু’ সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে। এছাড়া লেক-তীরবর্তী বরকল, লংগদু, বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু কিছু নিচু এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টার তথ্যমতে, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই লেকে পানি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৫ দশমিক ৭৭ ফুট ওপরে। গতকাল এই উচ্চতা ছিল ১০৫ দশমিক ৫৩ ফুট। তিনি বলেন, “২২ জুলাইয়ের পর থেকেই পানির উচ্চতা ১০০ ফুটের ওপরে রয়েছে এবং অব্যাহত বৃষ্টির কারণে পানি দ্রুত বাড়ছে।”
তিনি আরও জানান, লেকে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট। পানি যদি ১০৮ ফুট ছাড়িয়ে যায়, তবে ১৬টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়া হবে। তবে এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে জনসাধারণকে জানানো হবে।