ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: টানা দ্বিতীয় রাত হাসপাতালে কাটালেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেলো সপ্তাহে হোয়াইট হাউজের একটি ইভেন্টে অংশ নেয়া অন্তত ৭ জনই এখন কোভিড১৯ এ আক্রান্ত।
অবশ্য, ট্রাম্প যে হাসপাতালে ভর্তি সেই ওয়াল্টার রেড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের বাইরে থেকে সন্দেহজনক ব্যাগ জব্দ করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শত রবাট ও ব্রিয়েন বলছেন আগামী ৭/৮ দিন হাসপাতালে থাকতে হতে পারে প্রেসিডেন্ট। সামরিক হাসপাতালে বসেই দাপ্তরিক কাজকর্ম সারছেন ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে এ রিপাবলিকান প্রার্থী।
এদিকে, রয়টার্স-ইপসোসের নতুন জরিপ বলছে, ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ায় জনপ্রিয়তা বেড়েছে তার প্রতিপক্ষ ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের।