বিশ্ববাজারে টানা তৃতীয়বারের মতো কমেছে স্বর্ণের দাম। মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়ার পাশাপাশি সুদের হার কমানো–বাড়ানো নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এই পতনের মূল কারণ বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সোমবার (২৪ নভেম্বর) বৈশ্বিক বাজারে স্বর্ণের লেনদেনেও এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। রয়টার্সের তথ্য অনুযায়ী, মার্কিন স্পট গোল্ডের মূল্য ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৪৫.৫৮ ডলারে নেমে এসেছে। আর ডিসেম্বর ডেলিভারির ফিউচার গোল্ড ০.৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৪২.৫০ ডলারে লেনদেন হয়।
রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, ডলারের সূচক এখন ছয় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। তার মতে, ডলার ইনডেক্স যদি ১০০-এর ওপরে থাকে, তাহলে স্বর্ণের দাম আরও নিচে নামার সম্ভাবনা আছে। কারণ ডলারের মান বাড়লে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়ে।
এদিকে সিএমই ফেডওয়াচ টুলের সর্বশেষ তথ্য বলছে, আগামী মাসে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে—এমন সম্ভাবনা ৭৪ শতাংশ থেকে নেমে হয়েছে ৬৯ শতাংশ। সুদের নীতি নিয়ে ফেড কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন বক্তব্য বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে।
নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস হার কমানোর ইঙ্গিত দিলেও, ডালাস ফেডের লরি লোগান মনে করেন বর্তমান সুদহার কিছুদিন স্থির থাকা উচিত। আবার শিকাগো ও ক্লিভল্যান্ড ফেড প্রধানরা মনে করছেন, তড়িঘড়ি করে হার কমালে অর্থনীতিতে অতিরিক্ত ঝুঁকি তৈরি হতে পারে।
সাধারণত নিম্ন সুদহার স্বর্ণের জন্য ইতিবাচক হলেও, সুদ কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় দামের ওপর চাপ বেড়েছে। জিগার ত্রিবেদীর ধারণা, আগামী তিন থেকে পাঁচ সপ্তাহে স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা না হলেও, হালকা পতন দেখা যেতে পারে।

